স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে মোটরসাইকেল দুর্ঘটনায় সাইদুল ইসলাম (২৫) নামের এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (২৫ জুন) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার চরবাকর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাইদুল ইসলাম কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর গ্রামের নবীউল্লাহর ছেলে এবং কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।
সাখাওয়াত ইসলাম নামের এক প্রত্যক্ষদর্শী জানান, সাইদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যাচ্ছিলেন।
হঠাৎ তিনি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে থাকা একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই সাইদুল মারা যান।
তিনি বলেন, ‘তার মাথায় কোনো হেলমেট ছিল না, মাথার মগজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তার সঙ্গে থাকা একটি ব্যাগ থেকে ভোটার আইডি কার্ডের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা গেছে।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী বলেন, ‘দুর্ঘটনাস্থলে গিয়ে আমরা মরদেহ পাইনি। পরে নিহতের বাড়িতে গিয়ে মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com