জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর ব্যস্ততম এলাকা চকবাজার বাসস্ট্যান্ডে বিভিন্ন যানবাহন থেকে চাঁদাবাজি করার সময় সেনাবাহিনীর টহল দলের অভিযানে দুই যুবককে আটক করা হয়েছে। শুক্রবার (১২ এপ্রিল) বিকেলে আদর্শ সদর ক্যাম্পের সেনা সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন।
আটককৃতরা হলেন মোঃ লিপু (৩০) ও মোঃ জাহিদুল ইসলাম আপু (২৭)। তারা দীর্ঘদিন ধরে ওই এলাকায় অবৈধভাবে টোল বা চাঁদা আদায় করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা মোঃ রাসেলের নেতৃত্বে এই অপকর্ম চালাতেন।
আর এই রাসেল কাজ করতেন মোঃ রাকিবুল ইসলাম রাকিবের পক্ষে, যিনি কুমিল্লা চকবাজার বিএনপির সাধারণ সম্পাদক।
সেনা সদস্যরা দ্রুত অভিযান পরিচালনা করে তাদের আটক করেন এবং প্রয়োজনীয় মেডিকেল পরীক্ষা শেষে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করেন, যাতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা যায়।
জনবহুল এই এলাকায় সেনাবাহিনীর এই কার্যকর পদক্ষেপে সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে দৃঢ় বার্তা দেওয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com