স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবীদ্বারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু-বকরকে হত্যাচেষ্টা মামলায় যুব মহিলা লীগ উপজেলা শাখার সহ-সভাপতি ইয়াছমিন মেম্বারকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ মে) সন্ধ্যায় দেবীদ্বার উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে তাকে পুলিশ গ্রেপ্তার করে।
ইয়াছমিন মেম্বার উপজেলার রাজামেহার ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের বেতরা গ্রামের আবু বক্করের স্ত্রী এবং খোরশেদ আলমেন মেয়ে। তিনি যুব মহিলা লীগ উপজেলা শাখার সহ-সভাপতি ও রাজামেহার ইউনিয়নের সংরক্ষিত আসনের ৭, ৮, ৯ নং ওয়ার্ডের নির্বাচিত মহিলা মেম্বার এবং কুমিল্লা-৪ দেবীদ্বার নির্বাচনী এলাকার সাবেক সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের ঘনিষ্ঠ সহচর ছিলেন।
এ ব্যাপারে দেবীদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস জানান, ইয়াছমিন মেম্বার উপজেলা পরিষদে ইউনিয়ন পরিষদের কাজে এসেছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সন্ধ্যায় উপজেলা পরিষদ গেইট থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সে গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আবু-বকরকে হত্যাচেষ্টার অভিযোগে দায়ের করা মামলার এজহারভুক্ত আসামি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com