
জহিরুল হক বাবু।।
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়া এলাকায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর ও র্যাব-১১ (সিপিসি-২) এর যৌথ অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র, গোলাবারুদ ও অপরাধমূলক সরঞ্জাম উদ্ধারসহ চিহ্নিত সন্ত্রাসী মোঃ নজমুল ইসলাম শামীমকে গ্রেপ্তার করা হয়েছে।
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২০ ডিসেম্বর ভোর ২টা থেকে সকাল ৬টা পর্যন্ত এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের শুরুতে শামীমের নিজ বাসভবনে তল্লাশি চালিয়ে স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র, দেশি ও বিদেশি গোলাবারুদ এবং বিভিন্ন অপরাধমূলক সামগ্রী উদ্ধার করা হয়। পরে তার ব্যবহৃত একাধিক গোপন আস্তানায় অভিযান চালানো হলেও প্রাথমিকভাবে তাকে সেখানে পাওয়া যায়নি।
পরবর্তীতে র্যাব-১১ (সিপিসি-২) আধুনিক প্রযুক্তির সহায়তায় জিপিএস ও লোকেশন ট্র্যাকিং পরিচালনা করে শামীমের অবস্থান শনাক্ত করে এবং তাকে সফলভাবে আটক করে।
অভিযানকালে শামীমের বাসা থেকে তিনটি স্থানীয়ভাবে তৈরি আগ্নেয়াস্ত্র (পাইপগান), মোট ৬০ রাউন্ড শটগান কার্তুজ, ১৮ রাউন্ড মেশিনগান গোলাবারুদ, একটি পিস্তলের একটি রাউন্ড, একটি রিভলভার বা এয়ারগানের একটি রাউন্ড, ছুরি, চাপাতি ও চাইনিজ কুড়ালসহ মোট ১০টি দেশীয় অস্ত্র, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন এবং মানিব্যাগ, এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও জাতীয় পরিচয়পত্রসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্র উদ্ধার করা হয়।
প্রাপ্ত তথ্যানুযায়ী, গ্রেপ্তারকৃত শামীম জাঙ্গালিয়া বাসস্ট্যান্ডের সহ-সভাপতি হিসেবে পরিচিত ছিলেন এবং পূর্বে আওয়ামী লীগ সংশ্লিষ্ট রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। তিনি কুমিল্লা শহরের একজন চিহ্নিত চাঁদাবাজ হিসেবে পরিচিত বলেও একাধিক সূত্র নিশ্চিত করেছে। তার ভয়ে অনেকেই প্রকাশ্যে অভিযোগ জানাতে সাহস পান না বলে জানা গেছে।
পুলিশি নথি অনুযায়ী, শামীমের বিরুদ্ধে কুমিল্লা কোতোয়ালি মডেল থানা ও কুমিল্লা সদর দক্ষিণ থানায় বিশেষ ক্ষমতা আইন, দাঙ্গা, হত্যাচেষ্টা, গুরুতর জখম এবং নারী ও শিশু নির্যাতন দমন আইনের ধারাসহ কমপক্ষে সাতটি মামলা রয়েছে।
প্রয়োজনীয় চিকিৎসা ও আইনগত প্রক্রিয়া সম্পন্ন শেষে গ্রেপ্তারকৃত শামীমকে র্যাবের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, এই অভিযানটি ৩৩ পদাতিক ডিভিশনের আওতাধীন ৪৪ পদাতিক ব্রিগেডের অধিনায়কত্বে বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ বীর কর্তৃক পরিচালিত একটি উল্লেখযোগ্য ও সফল অভিযান হিসেবে বিবেচিত হচ্ছে। সংশ্লিষ্টরা মনে করছেন, এ অভিযানের মাধ্যমে কুমিল্লা অঞ্চলে অবৈধ অস্ত্র ও সন্ত্রাসী কার্যক্রম দমনে গুরুত্বপূর্ণ অগ্রগতি অর্জিত হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com