স্টাফ রিপোর্টার।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার মোহাম্মদপুরে এক কৃষকের ফসলি জমিতে কীটনাশক ছিটিয়ে প্রায় ৭০ হাজার টাকার সবজি নষ্ট করার অভিযোগ উঠেছে সোহেল নামে এক সবজি ব্যবসায়ীর বিরুদ্ধে। এতে চরম হতাশায় পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষক শহীদ মিয়া এবং স্থানীয়ভাবে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, কৃষক শহীদ মিয়া তার ৬০ শতাংশ জমিতে লাল শাক ও ডাটা শাক চাষ করেন। জমির পুরো শাক পাইকারি কিনে নেন একই গ্রামের সবজি ব্যবসায়ী ফারুক মিয়া। শাকগুলোর বাজার মূল্য প্রায় ৭০ হাজার টাকা।
কিন্তু এ সময় একই গ্রামের ব্যবসায়ী সোহেলও ওই শাক কিনতে আগ্রহী ছিলেন। তবে তার আগেই ফারুক পাইকারি কিনে নেওয়ায় ক্ষুব্ধ হয়ে ওঠেন সোহেল। এ নিয়ে বৃহস্পতিবার রাতে স্থানীয় একটি চায়ের দোকানে কৃষক শহীদের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তিনি। ওই সময় শহীদ মিয়াকে হুমকি দিয়ে বলেন “সবজি কোথায় বিক্রি করবে দেখে নেব।”
কৃষক শহীদ ও ক্রেতা ফারুকের অভিযোগ, ওই ঘটনার পর রাতের কোনো এক সময় সোহেল শহীদের জমিতে আগাছা দমনের কীটনাশক ছিটিয়ে দেন। এতে পুরো জমির লাল শাক ও ডাটা শাক পুড়ে যায়।
ফারুক মিয়া দাবি করেন, রাত ৪টার দিকে তিনি অভিযুক্ত সোহেলকে ফসলি মাঠ থেকে উঠে বাড়ি ফেরার সময় দেখেছেন। সকালে জমিতে গিয়ে দেখা যায়, সব শাক মরে গেছে।
ক্ষতিগ্রস্ত কৃষক শহীদ মিয়া বলেন, “আমার পরিশ্রমের ফসল এভাবে নষ্ট হয়ে যাবে তা কল্পনাও করিনি। ৬০ শতাংশ জমিতে যে শাক ছিল তার বাজার মূল্য কমপক্ষে ৭০ হাজার টাকা। সব শেষ হয়ে গেছে।”
এ ঘটনা জানাজানি হতেই এলাকাজুড়ে নিন্দার ঝড় বইছে। স্থানীয়রা অভিযোগ করেন, এমন ঘটনা শুধু কৃষক নয়, সামগ্রিকভাবে গ্রামীণ অর্থনীতি ও কৃষির জন্য বড় ধাক্কা।
এ ঘটনায় ব্যবসায়ী ফারুক মিয়া দেবিদ্বার থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে।
এ প্রসঙ্গে দেবিদ্বার থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন, “আমরা অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”