কুবি প্রতিনিধি।।
ইউরোপীয় ইউনিয়ন ও ব্র্যাকের যৌথ অর্থায়নে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কর্তৃক বাস্তবায়িত "ইম্প্রুভড সাসটেইনেবল রিইন্টিগ্রেশন অব বাংলাদেশী রিটার্নি মাইগ্রেন্ট" প্রত্যাশা-২ প্রকল্পের অধীনে রেইজ প্রকল্পের সাথে সমন্বয় মিটিং" অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ মে) কুমিল্লার ওয়েলফেয়ার সেন্টারে এই মিটিং অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ওয়েলফেয়ার সেন্টারের সহকারী পরিচালক মো: আলী হোসেন, কুমিল্লা জেলার ব্র্যাকের সমন্বয়কারী মোঃ জিয়াউদ্দিন আহম্মদ, ওয়েলফেয়ার সেন্টারে কর্মরত কাউন্সিলর ও ডেপুটি কাউন্সিলর ও ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের কর্মীরা
এসময় এমআরএসসি কো-অর্ডিনেটর মোঃ ওসমান গনি প্রত্যাশা প্রকল্পের কার্যাবলী সম্পর্কে অবহিত করেন।
মোহাম্মদ আলী হোসেন সহকারী পরিচালক কুমিল্লা রেইজ প্রকল্পের সার্বিক কার্যক্রম সম্পর্কে অবহিত করে বলেন, নিয়মিত যোগাযোগ এবং সমন্বয়ের মাধ্যমে উভয় প্রকল্পের কার্যাবলী পরিচালিত হলে অভিবাসীদের পুনরেকত্রীকরণ ও নিরাপদ অভিবাসনের পথ সুগম হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com