
স্টাফ রিপোর্টার।।
কুমিল্লা আদর্শ সদর উপজেলার বিষ্ণুপুর এলাকায় রেললাইনের পাশ থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবকের নাম রুবেল হোসেন (৩০)। তিনি কুমিল্লা নগরীর বিষ্ণুপুর এলাকার বাসিন্দা ঝন্টু মিয়ার ছেলে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়।
কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিল্টন জানান, “রেললাইনের পাশে এক যুবকের মরদেহ পড়ে আছে এমন সংবাদের ভিত্তিতে আমরা ঘটনাস্থলে যাই। বিষয়টি রেলওয়ে পুলিশের আওতাধীন হওয়ায় আমরা রেলওয়ে পুলিশকে অবহিত করি।”
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. অহিদার রহমান জানান, মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন সম্পন্ন করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
এদিকে নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় দুজন বাসিন্দা জানান, নিহত রুবেলের কাছে একটি দামি মোবাইলফোন ছিল। তাদের ধারণা, মোবাইলফোনটি ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই এই হত্যাকাণ্ড সংঘটিত হয়ে থাকতে পারে।
কুমিল্লা নগরীর ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কাজী গোলাম কিবরিয়া জানান, নিহত রুবেল একজন প্রবাসী ছিলেন এবং তার স্ত্রী বর্তমানে অন্তঃসত্ত্বা। মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড।
তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com