দেবিদ্বার প্রতিনিধি।।
কুমিল্লার দেবিদ্বারে আওয়ামী লীগের লিফলেট বিতরণের অভিযোগে মো. সজিব (২৪) নামের নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে থানা পুলিশ।
সোমবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তাকে আটক করা হয়।
আটককৃত ওই ছাত্রলীগ কর্মী উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট গ্রামের ফুল মিয়ার ছেলে এবং জাফরগঞ্জ মীর আবদুল গফুর ডিগ্রি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার সন্ধ্যার পর দেবীদ্বার উপজেলার গুনাইঘর দক্ষিণ ইউনিয়নের পদ্মকোট বাজারে দোকানে দোকানে লিফলেট বিতরণ করেন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
খবর পেয়ে দেবীদ্বার থানা পুলিশের উপ-পরিদর্শক মাজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ ওই বাজারে অভিযান চালায়।
তখন আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে সোমবার দিবাগত রাতে মো. সজিব নামের ছাত্রলীগের এক কর্মীকে তার বাড়ি থেকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। মঙ্গলবার দুপুরে সজিবকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে দেবিদ্বার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামছুদ্দিন মোহাম্মদ ইলিয়াছ জানান, লিফলেট বিতরণের অভিযোগে আটক ছাত্রলীগ কর্মীকে মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com