ব্রাহ্মণপাড়া প্রতিনিধি।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুকুরে ডুবে জান্নাত (১২) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ বুধবার বিকেলে উপজেলার চান্দলা ইউনিয়নের হুরারপাড় গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জান্নাত ওই গ্রামের অবিদ হোসেনের মেয়ে।
জানা যায়, কিশোরী জান্নাত সাঁতার জানত না। সে তার পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করত। কয়েক দিন আগে বাড়িতে বেড়াতে এসেছিল। বুধবার দুপুরে পরিবারের অগোচরে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে জান্নাত। গোসলের একপর্যায়ে পুকুরে তলিয়ে যায়। পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পাশের পুকুর থেকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে।
পরে তাকে দ্রুত ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। কিশোরী জান্নাতের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।