মোঃ জহিরুল হক বাবু।।
কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসামের কৃষ্ণপুর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক বাসযাত্রী নিহত ও অন্তত ২০ যাত্রী আহত হয়েছে। বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টায় এ ঘটনা ঘটে।
প্রতক্ষদর্শী কৃষ্ণপুর গ্রামের খোকন মিয়া জানান, নোয়াখালী থেকে ঢাকাগামী ইকোনো পরিবহনের একটি যাত্রীবাহী বাস (ঢাকা-মেট্টো-ব-১৫-৮৩৯১) ঐ এলাকা অতিক্রম করেছিল।
ঐ সময়ে একই অভিমূখে খোলা ট্রাক্টরে একটি এক্সেভেটর নেয়া হচ্ছিল। এ সময় দ্রুতগামী ইকোনো বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে এক্সেভেটরের লম্বা বাকেটের অংশ বাসে ঢুকে পড়ে।
এতে ঘটনাস্থলেই একযাত্রী মারা যায় ও চালকের বাম পা থেঁতলে যায়। আহত হন আরও ২০ যাত্রী।
ঘটনাস্থলে থাকা লাকসাম থানার এসআই বোরহান উদ্দিন ভূইয়া বলেন, নিহত সিফাত হোসেন (২৫) সোনাইমুড়ী আমিশাপাড়ার মোতালেব হোসেনের ছেলে।
আহতদের উদ্ধার করে লাকসামের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাকবলিত বাস উদ্ধার করে হাইওয়ে থানা হেফাজতে নেয়া হচ্ছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com