নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচংয়ে সাংবাদিক মহিউদ্দিন নাঈম সরকারকে গুলি করে হত্যাকারীদের বিচার দাবীতে ফেনীতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম।
বৃহস্পতিবার দুপুরে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সংগঠনের জেলা সভাপতি এসএম ইউসুফ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন মজুমদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন ফেনী রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও দৈনিক ফেনীর সময় সম্পাদক মোহাম্মদ শাহাদাত হোসেন, সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জসিম মাহমুদ, চ্যানেল আই প্রতিনিধি রবিউল হক রবি, ফেনী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি যতন মজুমদার, চ্যানেল ২৪ প্রতিনিধি দিলদার হোসেন স্বপন, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান।
এটিএন নিউজ প্রতিনিধি দিদারুল আলম, এস এ টিভি প্রতিনিধি মাঈনুল রাসেল, উদয় সম্পাদক এম এ সাঈদ খান, জাগোনিউজ প্রতিনিধি নুরউল্লাহ কায়সার, দেশ রূপান্তর প্রতিনিধি শফিউল্যাহ রিপন, আলোকিত বাংলাদেশ প্রতিনিধি জহিরুল হক মিলন, স্বদেশপত্র সম্পাদক এনএন জীবন, কবিতা নিকেতন সভাপতি মুহাম্মদ ইকবাল চৌধুরী,আমার কাগজ প্রতিনিধি আলা উদ্দিন,দাগনভূঞা প্রেস ক্লাব সভাপতি এম এ তাহের, ভোরের কাগজ প্রতিনিধি সৈয়দ মনির আহম্মদ, আনন্দ টিভি প্রতিনিধি জাফর উল্যাহ, স্বদেশকণ্ঠ সম্পাদক নুর তানজিলা রহমান, অঁাচল সম্পাদক সাহিদা সাম্য লীনা প্রমুখ।
সভায় বক্তারা সাংবাদিক মহিউদ্দিন নাঈম সরকারকে গুলি করে নৃশংস হত্যার প্রতিবাদ জানিয়ে ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে আইনের আওতায় এনে বিচার নিশ্চিত করার দাবী জানান।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com