
জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জেলা ডিবি পুলিশ, চান্দিনা, সদর দক্ষিণ, লালমাই ও লাকসাম থানা পুলিশের সমন্বিত টিমের দুঃসাহসিক অভিযানে আন্তঃজেলা ডাকাত দলের ১১ মামলার আসামি নয়নসহ ৫ ডাকাত সদস্য গ্রেফতার হয়েছে। এসময় ডাকাতি কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র ও দুটি রেজিস্ট্রেশনবিহীন পিকআপসহ চোরাই গরুও উদ্ধার করা হয়েছে।
সম্প্রতি কুমিল্লার বিভিন্ন এলাকায় ধারাবাহিক ডাকাতির ঘটনায় পুলিশ সুপারের নির্দেশে গোয়েন্দা নজরদারি, অতিরিক্ত টহল এবং চেকপোস্ট বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় গত ২৫ নভেম্বর গোপন তথ্যে জানা যায়, চান্দিনা উপজেলার বরকরই নাথের বাড়ী এলাকায় প্রায় ১৫/১৬ সদস্যের ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে।
জেলা পুলিশ সুপারের সার্বিক তত্ত্বাবধানে ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এর নেতৃত্বে অপারেশন চলাকালে রাত ৪টা ৩৫ মিনিটে একটি নীল রঙের পিকআপে থাকা ডাকাতদের পুলিশি উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে ধাওয়া করে পিকআপে থাকা ৩ জনকে এবং পেছনে থাকা আরও একজনকে ওসি চান্দিনার নেতৃত্বে আটক করা হয়। এসময় অপর একটি হলুদ পিকআপ ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
ডিবির দুটি টিম প্রায় দেড় ঘণ্টা লাকসাম–লালমাই–সদর দক্ষিণ এলাকার ফিডার রুটজুড়ে ওই পিকআপটিকে ধাওয়া চালায়। লাকসাম রেলক্রসিং এলাকায় আটকের চেষ্টা করলে চালক ডাকাত নয়ন উল্টো দিকে গাড়ি ঘুরিয়ে ডিবির দুই সদস্যকে ধাক্কা দেওয়ার চেষ্টা করে। দুই সদস্য লাফিয়ে সরে গিয়ে আহত হলেও অভিযান থেমে যায়নি।
পরে নয়ন পিকআপসহ ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের উল্টোপথে চলে সদর দক্ষিণের ফিরিঙ্গিরহাট এলাকায় ঢোকে। প্রায় ৩০ মিনিট দৌঁড়াদৌঁড়ির পর নয়ন পুকুরে লাফ দিলে ডিবির পাঁচ সদস্যও পুকুরে ঝাঁপ দিয়ে তাকে জীবিত আটক করতে সক্ষম হন। তবে তার এক সহযোগী পালিয়ে যায়।
আটকদের দেওয়া তথ্যে চান্দিনা, দেবিদ্বার ও দাউদকান্দি এলাকায় পুনরায় অভিযান চালানো হয়। গ্রেফতাররা চলতি মাসে লাকসামে মাদ্রাসার গরু ডাকাতি এবং চান্দিনায় গরু ডাকাতির ঘটনা স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন—
১। রায়হান (২০), বরকরই, চান্দিনা—১ মামলার আসামি
২। নয়ন (৩৪), দক্ষিণ নারান্দিয়া, তিতাস—১১ মামলার আসামি
৩। শাহাদাত হোসেন (২৪), বরকরই, চান্দিনা
৪। নাছির (২৫), দেওকামতা, চান্দিনা
৫। সজীব রানা (২৮), সুরিখোলা, চান্দিনা—৫ মামলার আসামি
জব্দকৃত আলামত:
রেজিস্ট্রেশনবিহীন নীল রঙের একটি পিকআপ
রেজিস্ট্রেশনবিহীন নীল-হলুদ রঙের আরেকটি পিকআপ
একটি টোটো রিভাল বার
একটি বোল্ট কাটার
দুইটি কাঠের বাটযুক্ত ছুরি
তিনটি লোহার ও স্টিলের চাপাতি
একটি হেক্কো ব্লেড কাটার
লাকসামে ডাকাতি হওয়া ৩টি গরু ও ২টি বাছুর
পুলিশ জানিয়েছে, জেলার চলমান ডাকাতি দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com