জহিরুল হক বাবু।।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল এ এম জাহিদ পারভেজ (বিজিবিএমএস, পিবিজিএমএস, পিএসসি) বলেছেন, সীমান্তে চোরাচালান ও মাদক নিয়ন্ত্রণে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত জরুরি। তিনি বলেন, “সীমান্তের নিরাপত্তা এবং মাদক, চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবি একা সফল হতে পারবে না। জনগণের সক্রিয় অংশগ্রহণ ছাড়া আমরা এ সমস্যাগুলোর মোকাবিলা করতে পারব না।”
মঙ্গলবার (১৪ জানুয়ারি) কুমিল্লা ব্যাটালিয়নের বিবিরবাজার বিওপি এলাকায় এক সভায় তিনি এসব বলেন। সভায় স্থানীয় জনগণ, গণ্যমান্য ব্যক্তিরা এবং বিজিবি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজিবি অধিনায়ক আরও জানান, সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে স্থানীয় জনগণের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি উল্লেখ করেন, “আমরা যদি একসঙ্গে কাজ করি, তাহলে সীমান্তে মাদক ও চোরাচালান নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। এই কাজের মাধ্যমে আমরা একটি নিরাপদ সমাজ গঠন করতে পারব।”
স্থানীয়রা এই উদ্যোগকে সমর্থন জানিয়ে আশাবাদ ব্যক্ত করেন যে, মাদক ও অপরাধমুক্ত সমাজ গঠনের জন্য বিজিবি কর্তৃপক্ষের এই সচেতনতামূলক কার্যক্রম ভবিষ্যতে আরও বিস্তৃত হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com