হোমনা প্রতিনিধি।।
কুমিল্লার হোমনায় সেনাবাহিনীর হাতে বিপুল পরিমাণ অস্ত্রসহ নিজ ঘরে আটক হয়েছেন এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদুল ইসলাম।
আটক ব্যক্তি উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়ন পরিষদের সদস্য শাহ আলী। তিনি ইউনিয়নের সফুল্লাকান্দি এলাকার সেলিম মিয়ার ছেলে।
ওসি মো. জাবেদুল ইসলাম বলেন, ‘তার বাড়িতে অভিযান চালিয়ে দা, ছেনি, ছুরিসহ ৭-৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
তার বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।’
উদ্ধারকৃত অস্ত্র-
১টি ৪০ ইঞ্চি লম্বা স্টিল গ্যাস পাইপ, যাহার একপাশে লোহার কাটাযুক্ত গোল চাকা আছে।
১টি কাঠের হাতলযুক্ত রামদা, যাহার কাঠের বাট ১৪ ইঞ্চি, লোহার অংশ অনুমান লম্বা ২৪ ইঞ্চি।
১টি কাঠের হাতলযুক্ত চাপাতী, যাহার কাঠের অংশ ৫ ইঞ্চি, স্টিলের অংশ ১০ ইঞ্চি। ৪টি লোহার চল।
২টি সুইচ গিয়ার স্টিলের চাকু।
৩টি চাকু, যাহার ০১টি কাঠের হাতল ও অপর ০২টি প্লাস্টিকের হাতল।
১টি ঐবীড় ব্লেড, লম্বা ১২ ইঞ্চি।
১টি কাঠের হাতল যুক্ত পাট্টা, যাহার কাঠের অংশ ২০ ইঞ্চি, লোহার অংশ ১০.৫ ইঞ্চি, যাহা একপাশে ধারালো অস্ত্র হিসাবে পরিচিত।