চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে সেনাবাহিনীর পরিচালিত বিশেষ অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুলাই ২০২৫) সকাল ৯টার দিকে উপজেলার ওজিতপুর এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
চৌদ্দগ্রাম আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এবং গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে ৫২.৫ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় আটক করা হয় লিটন মিয়া (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার ওজিতপুর ইউনিয়নের সিতুলিয়া গ্রামের মো. আবদুল হাকিমের ছেলে।
অভিযান শেষে আটককৃত আসামি ও উদ্ধারকৃত মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা গেছে, চৌদ্দগ্রামে মাদক বিস্তার রোধে চলমান অভিযানের অংশ হিসেবেই এ অভিযান চালানো হয়। স্থানীয় জনসাধারণের নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে সেনাবাহিনীর এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com