
স্টাফ রিপোর্টার॥
কুমিল্লার মেঘনা উপজেলায় চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব–দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী আব্দুল জলিলের বাড়িতে অস্ত্রধারী ডাকাতির ঘটনা ঘটেছে।
সোমবার (২৩ নভেম্বর) দিবাগত রাত ২টার দিকে চন্দনপুর ইউনিয়নের বড় সাপমারা গ্রামের পূর্ব–দক্ষিণ টেকপাড়ায় সৌদি প্রবাসী বাড়ীতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষর্দশী সূত্রে জানা যায়, আব্দুল জলিল ও তার ছেলে ফাহাদ দুজনেই সৌদি প্রবাসী। বেশ কিছুদিন পূর্বে সৌদি আরব থেকে ছুটিতে বাড়ি ফেরেন ছেলে ফাহাদ। ঘটনার রাতের গভীরে ডাকাতরা প্রথমে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। ভাঙচুরের শব্দ কেউ টের পায়নি। ভেতরে ঢোকার পর তারা জেগে উঠতেই ডাকাতদল ফাহাদ, তাঁর মা ও ছোট ভাইকে হাত-পা বেঁধে ফেলে এবং ফাহাদের মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
একপর্যায়ে পরিবারের সদস্যদের বেঁধে রেখে ডাকাতরা তাদের দুটি চৌচালা টিনের ঘর তছনছ করে। এ সময় নগদ ১০ হাজার টাকা, সৌদি রিয়াল সাড়ে ৫ হাজার, তিনটি মোবাইল ফোন, প্রায় চার ভরি স্বর্ণ এবং সাড়ে পাঁচ ভরি রুপার অলংকার লুট করে নিয়ে যায়। পরিবারের হিসেবে লুট হওয়া সম্পদের মূল্য প্রায় সাড়ে ৯ লাখ টাকা।
প্রবাসী ফাহাদ বলেন, ‘চার–পাঁচজন লোক শটপ্যান্ট, গেঞ্জি ও মুখোশ পরে ঘরে ঢোকে। প্রথমে আমি যে ঘরে থাকি সে ঘরে, পরে পাশের ঘরে যায়। দুই ঘরই পাশাপাশি ও ভেতর থেকে যুক্ত, তাই সহজেই লুটপাট চালিয়েছে তারা। আমরা থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছি।’
এ বিষয়ে মেঘনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল জলিল বলেন, ‘ঘটনার খবর পেয়ে ফোর্স নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com