স্টাফ রিপোর্টার।।
হয়রানী ও চাঁদাবাজির অভিযোগে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার লক্ষ্মীপুর এলাকায় মো. শাহিন আলম নামে এক ব্যক্তির বিরুদ্ধে মানববন্ধন করে গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছেন ভূক্তভোগীরা।
শনিবার (২৬ এপ্রিল) বিকেলে ওই উপজেলার লক্ষ্মীপুর চৌমুহনী বাজারের সামনে আয়োজিত মানববন্ধনে কনেশতলা, একবালিয়া, ডলখুলিয়াসহ আশপাশের কয়েকটি এলাকার ভুক্তভোগী সহ শতাধিক লোক অংশ নেন।
মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, শাহিন আলম নামের ওই ব্যক্তি গলিয়ারা ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ঠিকাদারদের কাছ থেকে চাঁদা দাবি করেন। চাঁদা না দিলে ফেসবুকে মানহানিকর পোস্ট দিয়ে সামাজিকভাবে হেয় করেন। অনেক ঠিকাদার ভয়ে মুখ খুলতে সাহস পাননি।
বক্তারা অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে প্রভাবশালী মহলের ছত্রচ্ছায়ায় থেকে এসব অপকর্ম চালিয়ে আসছেন।
মানববন্ধনে উপস্থিত ভুক্তভোগী রাসেল মিয়া, মাসুম, খলিল ও ফয়সাল বলেন, আমরা নানাভাবে নির্যাতিত হয়েছি। আমরা এই ব্যক্তির বিচার দাবি করছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com