কুমিল্লা প্রতিনিধি।।
কুমিল্লায় ফেইজবুক গ্রুপ বিড়াল সমাচার, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত হয়ে গেল বিড়াল প্রেমীদের মিলন মেলা- ২০২৪।
মঙ্গলবার দিনব্যাপী নগরীর একটি পার্টি সেন্টারে মিলন মেলায় প্রধান অতিথি ছিলেন, কুমিল্লা রিপোর্টার্স ইউনিটির সভাপতি ও ক্যাটস হোম বিড়ালের বাড়ির প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফ উদ্দিন রনী।
বিড়াল সমাচার, কুমিল্লার এডমিন জাবেদ কাউছার রাজনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, প্রানী চিকিৎসক মারুফ হাসান ইমরান, ভেট শেখ ইসমাইল আহমেদ, ভেট সামিয়া আফরীন ঐশি, ভেট আসিফ, দিপা রাজন।
বিড়াল সমাচার, কুমিল্লার মডারেটর শিহাব মাহমুদের পরিচালনায় বিভিন্ন ইভেন্টে বিজয়ী ৪ জনকে ৪ টি পার্সিয়ান বিড়াল ছানা উপহার দেয়া হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com