
জহিরুল হক বাবু।।
কুমিল্লা নগরীর সদর হাসপাতাল এলাকা থেকে ২০ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল। বুধবার (৩ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- কুমিল্লার কোতয়ালী মডেল থানার সংরাইশ গ্রামের এরশাদ মিয়ার ছেলে কাইয়ুম (৩০) এবং একই থানার সুজানগর গ্রামের খোকন মিয়ার ছেলে বিপ্লব (২৫)। অভিযানের সময় তাদের হেফাজত থেকে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত একটি ইজিবাইক জব্দ করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে বহুদিন ধরেই মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।
র্যাব আরও জানায়, কুমিল্লার সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রায়ই মাদক প্রবেশের চেষ্টা হয়। এসব মাদক পরে জেলার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ে। মাদকের মতো সামাজিক ব্যাধি দমনে র্যাব-১১ নিয়মিত অভিযান চালাচ্ছে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি বড় চালান আটক করা হয়েছে।
র্যাব-১১ এর পক্ষ থেকে জানানো হয়, “মাদক শুধু সমাজ নয়, পুরো জাতির জন্যই একটি ভয়ংকর ব্যাধি। ভবিষ্যত প্রজন্মকে রক্ষা করতে হলে এ ব্যাধিকে শেকড় থেকে নির্মূল করতে হবে। র্যাবের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।”
গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে র্যাব জানিয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com