আলমগীর হোসেন।।
কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে যোগদান করেছেন খন্দকার মুঃ মুশফিকুর রহমান। এর মাধ্যমে তিনি কুমিল্লার জেলার ২১৫তম জেলা প্রশাসক হিসেবে যোগদান করলেন।
সোমবার (২৪ জুলাই) বিকেলে বিদায়ী জেলা প্রশাসক শামীম আলমের কাছ থেকে দায়িত্বভার গ্রহণ করেন তিনি।
এ সময় কুমিল্লা জেলা প্রশাসন কার্যালয়ের স্থানীয় সরকারের উপ-পরিচালক অর্পনা বৈদ্য, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) শিউলী রহমান তিন্নী, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো: মোশারেফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) সালমা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ কাবিরুল ইসলাম খানসহ জেলার সব উপজেলা প্রশাসনের নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) এবং জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার (৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়।
এতে কুমিল্লা জেলা প্রশাসকের দায়িত্বে থাকা শামীম আলমকে চট্টগ্রাম বিভাগীয় অতিরিক্ত কমিশনার হিসেবে এবং দুর্যোগ, ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর একান্ত সচিব (পিএস)কে কুমিল্লা জেলা প্রশাসক হিসেবে নিয়োগের আদেশ দেওয়া হয়।
নবাগত জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান বিসিএস প্রশাসনের ২৭তম ব্যাচের কর্মকর্তা।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com