আলমগীর হোসেন।।
কুমিল্লায় ৩ দিনব্যাপী ভরতনাট্যম নৃত্যবিষয়ক বিশেষ কর্মশালার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় নটরাজ নৃত্যাঙ্গনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমিতে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়।
অনুষ্ঠান পরিচালনায় ছিলেন নটরাজ্য নৃতাঙ্গনের পরিচালক অভিজিৎ সরকার।
এসময় অতিথি ছিলেন বেগম রোকেয়া পদকপ্রাপ্ত নারী নেত্রী পাপড়ি বসু, জেলা কালচারাল অফিসার সৈয়দ আয়াজ মাবুদসহ অনেকে।
অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্বলন করেন অতিথিরা। পরে একে একে পুষ্পাঞ্জলি দেন কর্মশালায় অংশ নেওয়া ৪৫ জন প্রশিক্ষণার্থী।
দ্বিতীয় পর্বে ভরতনাট্যম নৃত্য পরিবেশন করেন কর্মশালায় অংশ নেওয়া একঝাঁক তরুন প্রশিক্ষণার্থী।
অনুষ্ঠান শেষে ভরতনাট্যম নৃত্যবিষয়ক বিশেষ কর্মশালার প্রশিক্ষক গোলাম মোস্তফা ববির হাতে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানে আগত অতিথিরা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রশিক্ষনার্থীদের অভিভাবকগনসহ গন্যমাণ্য ব্যক্তিবর্গবৃন্দ।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com