আলমগীর হোসেন।।
পণ্য ও সেবার মানের বিষয়ে সচেতনতা তৈরিতে প্রতিবছর বিশ্বব্যাপী এ দিবসটি পালন করা হয়। এ বছরের বিশ্ব মান দিবসটির প্রতিপাদ্য ‘সমন্বিত উদ্যোগে টেকসই উন্নত বিশ্ব বির্নিমাণে মান’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে শনিবার দুপুরে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন( বিএসটিআই)এর উদ্যোগে কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা প্রশাসক খন্দকার মুঃ মুশফিকুর রহমান ।
অতিরিক্ত জেলা প্রশাসক পঙ্কজ বড়ুয়ার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডাঃ নাছিমা আক্তার, অতিরিক্ত পুলিশ সুপার মনথোয়াই মারমা।
আরও উপস্থিত ছিলেন সহকারী পরিচালক শহিদুল ইসলাম, পুজন কর্মকার,ড. খোরশেদ আলম, কুমিল্লা বিএসটিআই এর উপ পরিচালক কে এম হানিফসহ আরও অনেক।
এসময় মুক্ত আলোচনায় কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, ফেনী, নোয়াখালীর বিভিন্ন উদ্যোগতারা অংশ নেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে কুমিল্লা নগরীর গুরুত্বপূর্ণ স্থানে ব্যানার,ফেস্টুন ও প্ল্যাকার্ড লাগানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com