
জহিরুল হক বাবু।।
কুমিল্লায় জেলা প্রশাসন ও জাতীয় গ্রন্থ কেন্দ্রের যৌথ উদ্যোগে ৯ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। শুক্রবার বিকালে নগরীর টাউন হল মাঠে এ মেলা শুরু হয়।
এ বছর ঢাকাসহ কুমিল্লার স্থানীয় পর্যায়ের প্রায় ৯৪টি স্টল অংশ নিয়েছে বইমেলায়। আজ থেকে আগামী ৬ ডিসেম্বর পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা চলবে।
শুক্রবার বিকাল সাড়ে ৩টায় আলোচনা সভার মাধ্যমে বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে সচিব নজরুল ইসলাম বলেন, ‘জ্ঞান অর্জনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হচ্ছে বই। এমন আয়োজনের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, জাতীয় গ্রন্থকেন্দ্র ও জেলা প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি।’
তিনি আরো বলেন, ‘আমরা যারা পিতা-মাতা আছি আমাদের সন্তানদের একটি ভালো বই কেনা দেওয়া মানে একজন ভালো বন্ধু উপহার দেওয়ার সমান। কারণ আমরা জানি সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ।
সুতরাং একটি ভালো বই আমাদের সন্তানদের জন্য একটি ভালো উপহার হতে পারে. একটি ভালো গাইডলাইন হতে পারে।’
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রেজা হাসান। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জাতীয় গ্রন্থকেন্দ্রের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মেলায় প্রতিদিন সন্ধ্যার পর বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে বলে জানান আয়োজকরা।
আগামী ৬ ডিসেম্বর বিকাল সাড়ে ৩টায় বইমেলার সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। এতে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. নেয়ামত উল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন জেলা প্রশাসক রেজা হাসান।
এবারের বইমেলায় ঢাকার ৭৪টি খ্যাতনামা প্রকাশনা প্রতিষ্ঠান, ১০টি সরকারি এবং ১০টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ৯৪টি প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। এ লক্ষ্যে টাউন হল মাঠে ১০০টি স্টল স্থাপন করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com