মাহফুজ নান্টু, কুমিল্লা।
প্রাথমিক শিক্ষায় বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছেন কুমিল্লা আদর্শ সদর উপজেলার শিক্ষক ও শিক্ষা প্রতিষ্ঠান। গত ১৩ সেপ্টেম্বর উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ জিয়াউল হক শিকদার স্বাক্ষরিত এক চিঠিকে এ তথ্য জানা যায়।
উপজেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদকের তালিকায় শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হয়েছে গোলাবাড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন কবীর, শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রামকৃষ্ণ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফাতেমা আক্তার, সহকারী শিক্ষিকা হারুন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মোঃ জাফরুল আহসান, সহকারী শিক্ষিকা মনোহরপুর আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ফয়জুন্নাহার রিনি।
শ্রেষ্ঠ প্রাথমিক বিদ্যালয় কাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়শ্রেষ্ঠ বিদ্যুৎসাহী সমাজকর্মী কমলাপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মনির হোসেন, শ্রেষ্ঠ এসএমসি শিমপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি মোঃ মনিরুজ্জামান।
শ্রেষ্ঠ কাব শিক্ষক হয়েছেন কাটাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী জয়নব ইসলাম, শ্রেষ্ট সহকারী উপজেলা শিক্ষা অফিসার হলেন খন্দকার উম্মে সালমা এবং শিক্ষার্থী ঝড়েপড়া রোধে সফল হয়েছে বালুতুপা সরকারী প্রাথমিক বিদ্যালয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com