নেকবর হোসেন।।
কুমিল্লার আদালতে সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডা.মুরাদ হাসান এমপি ও বিতর্কিত অনুষ্ঠানের উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদ বিরুদ্ধে মামলার আবেদন করেছেন কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
রবিবার (১৯ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় মামলাটির আবেদন করেন কুমিল্লা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পক্ষে সিনিয়র উপদেষ্টা এডভোকেট আতিকুল ইসলাম। কুমিল্লা আদালতের আমলি আদালত-১ এর বিচারক মাজহারুল ইসলাম মামলাটি আমলে নিয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট তাইমুল হক রিংকু জানান, সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি ব্যারিষ্টার জাইমা রহমানকে নিয়ে অশালীন, কুরুচিপূর্ণ বক্তব্য দেয়ায় সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান ও উপস্থাপক মুহাম্মদ মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে মামলার আবেদন করা হয়েছে। আমরা তিনটি ধারায় মামলার আবেদন করেছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com