স্টাফ রিপোর্টার।।
২০১৬ সালে কুমিল্লার মেঘনা উপজেলার গৃহিনী জামিলা বেগম হত্যা মামলায় ৩ আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
এই মামলায় অপর এক আসামিকে বেকসুর খালাস দেয়া হয়েছে। কুমিল্লা জেলা ও দায়রা জজ মোঃ হেলাল উদ্দিন আজ সকালে এই আদেশ দেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন মেঘনা উপজেলার শিকিরগাঁও এলাকার সুমন ও রাকিব এবং মানিকারচর এলাকার তাছির। এর মধ্যে তাছির পলাতক রয়েছে।
কুমিল্লা আদালতের পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম জানান, ২০১৬ সালে ২০ জুন সন্ধ্যায় মেঘনা উপজেলার মানিকারচর এলাকার গৃহিনী জামিলা বেগম নিখোঁজ হয়।।
খোঁজাখুঁজির পর ২৪ জুন জামিলার গলিত মরদেহ উদ্ধার করা হয়। ২৫ জুন জামিলার স্বামী মোঃ আবদুল হাকিম বাদী হয়ে মেঘনা থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ তদন্তে ৪ জনকে আসামি হিসেবে অন্তর্ভুক্ত করে।
দীর্ঘতদন্ত এবং আদালতে সাক্ষ্য প্রমান শেষে বিচারক ৩ আসামি সুমন, রাকিব ও তাছিরকে মৃত্যুদণ্ড প্রদান করেন। টিটু নামে অপর আসামিকে বেকসুর খালাস প্রদান করেন। এই ঘটনায় মোট ১১ জন সাক্ষ্য প্রদান করেন।
রায় ঘোষনার সময় দণ্ডপ্রাপ্ত রাকিব ও সুমন এজলাসে উপস্থিত ছিলেন। এছাড়া খালাসপ্রাপ্ত টিটুও উপস্থিত ছিলেন।
পিপি এডভোকেট মোঃ জহিরুল ইসলাম সেলিম আরো জানান, জামিলা বেগমের কানের দুল ও টাকা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com