মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্র সহ ৩ ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। বিশেষ অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাড়িসর্দার এলাকার থেকে তাদের গ্রেফতার করে চৌদ্দগ্রাম থানা পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয়েছে। শনিবার বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ।
আটককৃতরা হলো: কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার সিটি কর্পোরেশন এলাকার ৩ নং ওয়ার্ডের শাকতলা গ্রামের জুলফু মিয়ার ছেলে মো: শরীফ (২৮), লালমাই উপজেলার বাগনাড়া গ্রামের মধ্যমপাড়ার রহিম মিয়ার ছেলে রবিউল হোসেন (২৭), একই এলাকার পূর্ব অশোকতলা গ্রামের শহিদ মিয়ার ছেলে মো: সৈকত (২৫)। অভিযানকালে ডাকাল দলের আরও কয়েকজন সদস্য পালিয়ে গেছে বলে জানিয়েছে পুলিশ। আটককৃতদের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতির মামলা রুজু করা হয়েছে। পরে শনিবার দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, আটককৃত ডাকাত দলের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে শনিবার সকালে মামলা দায়ের করে। দুপুরে তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পলাতক অপর ডাকাত সদস্যদের আটকের বিষয়ে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com