চৌদ্দগ্রাম প্রতিনিধি।।
কুমিল্লার চৌদ্দগ্রামে বজ্রপাতে এক মাটিকাটা শ্রমিকের মৃত্যু হয়েছে। সময় আহত হয়েছেন আরেক শ্রমিক। আজ রোববার দুপুরে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের খিরনশাল-লনিশ্বর মাঠে এ ঘটনা ঘটে।
মৃত শ্রমিকের নাম আনোয়ারুল হক (২৮)। তিনি লালমনিরহাটের আদিতমারি উপজেলার বারগরিয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। আহত মজিবুর রহমান একই এলাকার বাসিন্দা।
উপজেলার মুন্সীরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য সাহাব উদ্দিন মজুমদার রানা এ তথ্য নিশ্চিত করেছেন।
আহত মজিবুর রহমান বলেন, ‘লনিশ্বর গ্রামের মাওলানা দেলোয়ার হোসেনের কৃষি জমিতে আজ সকাল থেকে মাটি কাটার কাজ করছিলাম আমরা ১০-১২ শ্রমিক।
দুপুরে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে থেমে থেমে বজ্রপাতের ঘটনা ঘটে। বজ্রপাত আনোয়ারুল হকসহ আমাদের কয়েকজনের ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই আনোয়ারুলের মৃত্যু হয়। আমাদের চিৎকারে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবুল হাসেম বলেন, বজ্রপাতের ঘটনায় দুজনকে হাসপাতালে আনা হয়েছে। এর মধ্যে আনোয়ারুল হক নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে এবং মজিবুর রহমান নামের আরেক জনকে চিকিৎসা দেওয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com