মনোয়ার হোসেন।।
কুমিল্লার চৌদ্দগ্রামে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশের অভিযোগে এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২ জুলাই) রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের দুর্গাপুর সীমান্তবর্তী এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক ব্যক্তির নাম শ্রী বাবুল চন্দ্রনাথ (৬৫)। তিনি ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার মায়াপুর থানার গৌরনগর গ্রামের মৃত প্রকাশচন্দ্র নাথের ছেলে।
আনন্দপুর বিওপি ক্যাম্প সূত্রে জানা গেছে, দুর্গাপুর সীমান্তের ২১১২/৪ এস নম্বর পিলার থেকে প্রায় ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করলে তাকে আটক করা হয়। আটককালে তার কাছে কোনো বৈধ পরিচয়পত্র বা অনুমতিপত্র ছিল না।
বিষয়টি নিশ্চিত করে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ জানান, “আনন্দপুর বিওপি ক্যাম্পের নায়েক সুবেদার আবদুল হালিম বাদী হয়ে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। মামলার পর তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। আজ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।”
উল্লেখ্য, সীমান্তবর্তী এলাকায় নিরাপত্তা জোরদারে বিজিবি তৎপর রয়েছে বলে জানানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com