নেকবর হোসেন।।
কুমিল্লার দাউদকান্দিতে রুহুল আমিন মোল্লা (৪৫) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বত্তরা।
বুধবার দিবাগত রাতে উপজেলার বারপাড়া ইউনিয়নের সাতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তি প্বার্শবর্তী জায়গীর গ্রামের আয়েত আলী মোল্লার ছেলে।
বৃহস্পতিবার সকালে হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোজাম্মেল হক।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি মোজাম্মেল জানান, রাত ১১টার দিকে গ্রামের একটি রাস্তায় নিহতের মরদেহ দেখতে পায় এলাকার লোকজন।
রাত ১টার দিকে আমরা (পুলিশ) ঘটনাস্থলে যাই। ওই ব্যক্তির মাথায় ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। কি কারনে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা তদন্তের পর বিস্তারিত জানা যাবে।
তবে পূর্ব বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারনা করছে পুলিশ।
রুহুল আমিন মোল্লার বিরুদ্ধে থানায় ৮/৯টি মাদকের মামলা রয়েছে। ময়নাতদন্তের জন্য আজ মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com