রাজিব হোসেন জয়, দাউদকান্দি প্রতিনিধি।।
বৃহস্পতিবার বিকালে নিচিচা'র উদ্যোগে কুমিল্লার দাউদকান্দির পালের বাজারে মাস্ক ও লিফলেট বিতরণ করা হয়েছে।
'নিরাপদ চিকিৎসা চাই', জেলা আহ্বায়ক কমিটির পক্ষে করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতার 'সৃষ্টি'র লক্ষ্যে এই কর্মসূচিতে অংশ নেন, গৌরীপুর ব্লাড ডোনার্স'র সহ-সভাপতি প্রান্ত সাহা, তরুণ সমাজকর্মী ও গৌরীপুর উইজডম স্কুল এন্ড কলেজের বিনোদন এবং ক্রীড়া শিক্ষক মোঃ কামরুল হাছান।
স্বেচ্ছাসেবী মোঃ সাহিদ হোসেন মোল্লা, নারায়ন বনিক, তুষার ঘোষ, রবিন শেখ, অনুপম সূত্রধর, সজিব ঘোষ, শুভ দাস, অভি নন্দী, নাঈম শেখ, ফারুক গাজী, শাহীন শেখ, মেহেদী শেখ, সিফাত শেখ ইব্রাহিম, মোঃ আব্দুল্লাহ, মোঃ সুজন, মোঃ ইউসুফ, নিরব দাস, ইউসুফ জামিল, রাকিব শেখ, মেহেদী হাসান মারুফ প্রমূখ।