দাউদকান্দি প্রতিনিধি।।
বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ে ছাত্র-জনতার উপর হামলার ঘটনায় কুমিল্লার দাউদকান্দিতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি শাহাদাত হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার দুপুরে দাউদকান্দি পৌরসদর থাকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। শাহাদাত হোসেন হাসানপুর শহীদ নজরুল সরকারী ডিগ্রী কলেজে ছাত্রলীগের সাবেক সভাপতি এবং তুজারভাঙ্গা গ্রামের আবুল কাসেমের ছেলে।
একইদিনে পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বিকাশ সাহা(৬১)কে গ্রেপ্তার করা হয়েছে। বিকাশ সাহা পৌরসভার সাহাপাড়া গ্রামের মৃত কৃষ্ণ রঞ্জন সাহার ছেলে।
দাউদকান্দি মডেল থানার ওসি মো. জুনায়েত চৌধুরী বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন সময়ের ঘটনায় দায়েরকৃত তদন্তনাধীন একটি মামলায় তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com