শামীম রায়হান॥
কুমিল্লার দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের ধীতপুর এলাকায় নিষিদ্ধ ঘোষিত মিছিল থেকে ছাত্রলীগ ও যুবলীগের পাঁচ কর্মীকে আটক করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।
মঙ্গলবার(১৬সেপ্টেম্বর) দুপুরে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ব্যানারে ছাত্রলীগ ও যুবলীগ ওই মিছিল করে তারা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই মিছিল একটি ভিডিও ছড়িয়ে পরলে স্থানীয় বিএনপির নেতাকর্মীরা মিছিলকারীদের পাকরাও করে পাঁচ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
ভিডিওতে দেখা যায়, দাউদকান্দি উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. বিল্লাল হোসেন আপনের নেতৃত্বে মিছিলটিতে ‘শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে’ লেখা একটি ব্যানার হাতে স্লোগান দিচ্ছে নেতাকর্মীরা।
এদিকে নিষিদ্ধ সংগঠনের মিছিলের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। তিনি তাঁর ভেরিফাইড ফেসবুক পেজে লিখেন ” নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ দাউদকান্দির জিংলাতলী এলাকায় জঙ্গি মিছিল করেছে। এই সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে জানানো যাচ্ছে যে, এর প্রতিবাদে আজ দাউদকান্দি বাজার, শহীদনগর, গৌরীপুর মোড়, রায়পুর ও ইলিয়টগঞ্জসহ সকল ইউনিয়নে বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। আমরা স্পষ্ট জানাতে চাই—কোনো সন্ত্রাসীকে ছাড় দেওয়া হবে না। ”
অপরদিকে দাউদকান্দি পৌরসদরে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা প্রতিবাদ মিছিল করেন।
দাউদকান্দি মডেল থানার ওসি জুনায়েত চৌধুরী জানান,ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিংলাতলীর ধীতপুরে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ ও যুবলীগের ঝটিকা মিছিল করার সময় ৫ জনকে আটক করা হয়েছে।মামলার স্বার্থে তাদের নাম বলা সম্ভব হচ্ছে না। বাকীদের ধরতে অভিযান অব্যাহত আছে৷ এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।’