
সোহরাব হোসেন।।
কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফতেহাবাদ ইউনিয়নের চান্দপুর গ্রামের মিঠাপুকুরিয়া এলাকায় পানিতে ডুবে একই পরিবারের দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মুসলেম উদ্দিনের বড় ছেলে সেহাগ মিয়ার কন্যা নাবিলা (২) এবং দ্বিতীয় ছেলে আবদুল জলিলের একমাত্র পুত্র জারিফ (২)।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে শিশু নাবিলা ও জারিফ তাদের কাকা আবু সাঈদের পেছনে পেছনে বাড়ি থেকে বের হয়। কিছুক্ষণ পর থেকেই তাদের আর খুঁজে পাওয়া যাচ্ছিল না।
পরে দাদা মুসলেম উদ্দিন খোঁজাখুঁজির একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় দুই শিশুকে দেখতে পান। দ্রুত উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
একই পরিবারের দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এ বিষয়ে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুদ্দিন মোহাম্মদ ইলিয়াস বলেন, “একই পরিবারের দুই শিশুর মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। তবে এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com