নিউজ ডেস্ক।।
দেবীদ্বার শিশু পরিবারে সংসদ সদস্যের সহযোগিতায় দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার আয়োজনে কোমলমতি শিশুদের মাঝে পোশাক বিতরন করা হয়েছে।
শনিবার দুপুরে দেবীদ্বার সরকারি শিশু পরিবারে অনুষ্ঠানে প্রধান অতিথি কুমিল্লা- ৪ (দেবীদ্বার) আসনের সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল পোশাক বিতরন করেন।
দৃষ্টান্ত ফাউন্ডেশন, কুমিল্লার প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ সাইফ উদ্দিন রনীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ আশিক উন নবী তালুকদার, উত্তর জেলা আওয়ামীলীগের শিল্প বিষয়ক সম্পাদক নজরুল ইসরাম, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক একেএম মনিরুজ্জামান মাষ্টার, উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান আবুল কাশেম ওমানী, এডভোকেট নাজমা বেগম, উপজেলা যুবলীগের সাধারন সম্পাদক ভিপি বাবুল হোসেন রাজু।
কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সভাপতি আবু কাউছার অনিকের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ইউপি চেয়ারম্যান মোঃ নুরুল আমিন, আওয়ামীলীগ নেতা মোঃ আনোয়ার হোসেন, উপজেলা স্বেচ্চাসেবক লীগের সহ-সভাপতি শাহাদাৎ হোসেন মিঠু, সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর সুমন, পৌর যুবলীগের সহ-সভাপতি কাজী তরিকুল ইসলাম সুমন, উপজেলা ছাত্রলীগের আহবায়ক ইকবাল হোসেন রুবেলসহ আরো অনেকে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com