নেকবর হোসেন।।
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় ট্রেনে ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
আজ সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৭টার দিকে উপজেলার মক্রবপুর ইউপির বান্নাঘর শাহ রৌশন দরগাবাড়ি মাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকা সূত্রে জানা গেছে, রেললাইন পারাপারের সময় চাঁদপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী মেঘনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক অজ্ঞাত নারীর মৃত্যু হয়েছে।
নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার জামাল হোসেন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ বিষয়ে লাকসাম রেলওয়ে থানার ওসি মো. এমরান হোসেন বলেন, ‘নাঙ্গলকোট রেল স্টেশন মাষ্টার বিষয়টি জানিয়েছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। লাশ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com