নেকবর হোসেন।।
কুমিল্লার নাঙ্গলকোটে পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (১৩ নভেম্বর) সকালে উপজেলার বক্সগঞ্জ ইউনিয়নের অষ্টগ্রামে।
নিহত শিশু দুইজনই স্থানীয় আটগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণীর শিক্ষার্থী ছিলেন। সম্পর্কে তারা দুজন চাচাতো- জেঠাত ভাই।
স্থানীয় এলাকাবাসীরা জানান, উপজেলার অষ্টগ্রাম পুর্ব পাড়ার হিন্দু বাড়ীর লিটন সুত্রধরের পুত্র আনন্দ সূত্রধর (৫) এবং জুবরাজ সূত্রধরের পুত্র পাবন সূত্রধরকে (৫) সকালে বাড়ীর পাশ্ববর্তী পুকুরে গোসল করতে গিয়ে পানিতে ডুবে মারা যায়।
একসাথে দুজন শিশুর মৃত্যুতে তাদের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে আসে।
নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান মেহবুব জানানা, নিহত শিশু দু' জন সম্পর্কে চাচাতো ভাই। বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে তারা প্রাণ হারিয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com