
জহিরুল হক বাবু।।
সাংগঠনিক দুর্বলতা ও নির্বাচনী কার্যক্রমে নিষ্ক্রিয়তার অভিযোগে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের আওতাধীন নাঙ্গলকোট উপজেলা যুবদল এবং নাঙ্গলকোট পৌর যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। সোমবার, ৫ জানুয়ারি প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে কমিটি বিলুপ্তির বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।
এতে আরও বলা হয়, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকের নির্দেশক্রমেই নাঙ্গলকোট উপজেলা ও পৌর যুবদলের বিদ্যমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে।
দলীয় সূত্র জানায়, সাংগঠনিক কার্যক্রমে গতি ফেরানো এবং আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি ও নির্বাচনকে সামনে রেখে যুবদলকে আরও সক্রিয় ও শক্তিশালী করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com