নেকবর হোসেন।।
কুমিল্লা বরুড়া উপজেলার আদ্রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনি কার্যালয় পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।বৃহস্পতিবার রাত ৩ টার দিকে নরিন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, নির্বাচনি ক্যাম্পটি মোটরবাইক প্রতীকে স্বতন্ত্র প্রার্থী রকিবুল হাসান লিমনের। এ ঘটনায় চেয়ারম্যান প্রার্থী রকিবুল হাসান জানান, প্রতিপক্ষের লোকজন জনপ্রিয়তা দেখে আমার নির্বাচনি কার্যালয়ে আগুন দেয়। রাত ৩ টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। পরে বিষয়টি পুলিশকে অভিহিত করেছি।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বলেন,রাতে মৌখিক অভিযোগ পেয়েছি। শুক্রবার লিখিত অভিযোগ দিতে বলেছি। তদন্ত সাপেক্ষে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরুড়া উপজেলার ৯টি ইউনিয়ন পরিষদে আগামী ২৮ নভেম্বর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।