মনির খাঁন।।
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা পুলিশের অভিযানে ২শ পিস ইয়াবাসহ কুখ্যাত এক মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ী হলেন শ্রীকাইল গ্ৰামের আবু ছালামের ছেলে মোঃ লিটন মিয়া (৪৫)
সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই আব্দুল করিম সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে শ্রীকাইল সরকারি কলেজ মাঠ থেকে ২শ পিছ ইয়াবাসহ মোঃ লিটনকে গ্ৰেফতার করেন।
বাঙ্গরা বাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) রিয়াজ উদ্দিন চৌধুরী জানান: কুখ্যাত মাদক ব্যবসায়ী মোঃ লিটন মিয়াকে সোমবার রাতে দুইশত পিছ ইয়াবাসহ টেবল্যাটসহ আটক করা হয়েছে। তার নামে পূর্বে আরো ১০ টি মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলা রয়েছে।
গতকাল নতুন করে তার নামে ২০১৮ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬(১) এর সারণি ১০(ক) মামলা রুজু করা হয়েছে। মঙ্গলবার কুমিল্লা আদলতে প্রেরণ করা হলে বিজ্ঞ বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন। বাঙ্গরা বাজার থানায় কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান মহোদয়ের দিকনির্দেশনায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com