মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরায় একাধিক মাদক মামলার আসামি গাঁজাসহ গ্রেফতার করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
মামলা সূত্রে জানা যায় যে,বাঙ্গরা বাজার থানাধীন ৭ নং বাঙ্গরা পশ্চিম ইউনিয়নের দিঘীরপাড় এলাকায় বাঙ্গরা বাজার থানায় কর্মরত এস আই কাজী মোঃ শাহনেওয়াজ এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ গত ১৫/০৩/২২ তারিখে সকাল অনুমান ১১.৩০ মিঃ সময়ে অভিযান চালিয়ে দিঘিরপাড় গ্রামের মফিজুল ইসলাম খানের ছেলে মাদক ব্যবসায়ী সোহেল খান (৪১) কে ৬০০ গ্রাম গাঁজাসহ হাতেনাতে আটক করেন। এই সংক্রান্তে বাঙ্গরা বাজার থানার মামলা নং- ০৬ তারিখ- ১৫/০৩/২০২২ ইং ধারা- ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর সারিণ ১৯(ক) রুজু করা হয়।
এ ছাড়া ধৃত আসামী সোহেল খান (৪১) এর মুরাদনগর ও বাঙ্গরা বাজার থানায় আরো তিনটি মাদক মামলা রয়েছে, যথা ১।বাঙ্গরা বাজার থানার ,এফআইআর নং-১২/৫৯, তারিখ- ২৩ জুন, ২০২১; ধারা- ৩৬(১) সারণির ১৯(ক) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮,
২।বাঙ্গরা বাজার থানার ,এফআইআর নং-৭/১৫৬, তারিখ- ১৩ সেপ্টেম্বর, ২০১৭; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন,
৩। মুরাদনগর থানার ,এফআইআর নং-১২, তারিখ- ১৮ জানুয়ারি, ২০১৫; ধারা- ১৯(১) এর ৭(ক) ১৯৯০ সালের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন।
এ ব্যপারে বাঙ্গরা বাজার থানা অফিসার ইনচার্জ মোঃ কামরুজ্জামান তালুকদার বলেন গোপন সংবাদের ভিত্তিতে একাধিক মামলার আসামি সোহেল খান কে আমরা মাদকসহ আটক করেছি, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে বিজ্ঞ আদালতে আসামি কে সোপর্দ করা হয়েছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com