নেকবর হোসেন।।
রমজানে ইফতারের জন্য নিম্ন মানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করা ও মেশিনে ভাজা মুড়িকে হাতে ভাজা মুড়ি বলে বিক্রি করার অপরাধে দুই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১টা কুমিল্লার নগরীর বিসিক শিল্পনগরী এলাকায় অভিযান পরিচালনা করে এ জরিমানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা শাখা।
বৃহস্পতিবার বিকেলে এসব তথ্য নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কুমিল্লা জেলা শাখার সহকারী পরিচালক মোহাম্মদ আছাদুল ইসলাম। তিনি বলেন, নিম্ন মানের অনুমোদনহীন লবণ ব্যবহার করে মুড়ি প্রস্তুত করায় মেসার্স বেঙ্গল ফুডকে ২০ হাজার টাকা জরিমানা হয় এবং ৫ বস্তা লবণ ধ্বংস করা হয়। এছাড়াও মেশিনে ভাজা মুড়ি প্যাকেট করণের সময় "হাতে ভাজা মুড়ি" হিসেবে মিথ্যা বিজ্ঞাপন দিয়ে প্যাকেটজাত করায় মেসার্স তানভীর ফুড প্রোডাক্টসকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি বলেন, আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে। আমরা প্রতিনিয়ত তদারকি করে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com