জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচং উপজেলায় জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জুলাই ঘোষণাপত্র বাস্তবায়ন, মৌলিক সংস্কার এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে এ কর্মসূচি পালন করে দলটির বুড়িচং উপজেলা শাখা।
১৯ জুন (বৃহস্পতিবার) বিকাল ৫টায় বুড়িচং প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে প্রধান সমন্বয়কারী মোঃ তারেক ইমামসহ উপজেলা শাখার নেতাকর্মীরা অংশ নেন।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন যুগ্ম সমন্বয়কারী মোঃ সোহেল, সদস্য আরিফ আহমেদ মাহাদী, জিহাদ খান, মোঃ ফারুক, মোঃ মেহেদী হাসান, কাজী রবিউল, মেঃ আকাশ, মোঃ নিহাদ, নাইম শেখ, মোঃ বাধন খান, শাহীন ও ওমর ফারুক প্রমুখ।
বক্তারা বলেন, “জুলাই সনদ হলো একটি গণতান্ত্রিক ও ন্যায্য রাষ্ট্র গঠনের ভিত্তিপত্র। এটি বাস্তবায়নের মাধ্যমে জনগণের মৌলিক অধিকার ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হবে।” তারা জুলাই মাসে সংঘটিত গণহত্যার নিরপেক্ষ তদন্ত ও দোষীদের বিচারের দাবিও জানান।
জাতীয় নাগরিক পার্টি এ ধরনের কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দেয় এবং জনগণের অংশগ্রহণে একটি গণতান্ত্রিক আন্দোলনের আহ্বান জানায়।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com