নিউজ ডেস্ক।।
কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার (৯ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা সদরের মোঃ সফিক মিয়ার ছেলে এবং স্থানীয় দারুস সালাম মাদানীয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র মোঃ হাসান (৭) বাড়ীর পাশের পুকুর হাত পা ধুতে গিয়ে পানিতে ডুবে যায়।
স্থানীয় মোঃ শাহ আলম জানায়, দুপুর অনুমান ৩টার সময় পাশের বাড়ীর মোঃ রুস্তম মিয়ার ছেলে রাফি পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় হাসান পুকুরের পানিতে ডোবে যাচ্ছে।
তখন সে আত্মচিৎকার শুরু করলে আসে পাশের লোকজনসহ আমরা দৌড়াদৌড়ি করে পুকুরের পাড়ে এসে দেখি রাফি পানির নিচে তলিয়ে গেছে।
এলাকার লোকজন পুকুরের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানায়, এরকম কোন খবর পুলিশের কাছে নেই, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com