জহিরুল হক বাবু।।
কুমিল্লার বুড়িচংয়ে রেল লাইনের পাশ থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছেন থানা পুলিশ।
সোমবার (৯ জুন) দুপুরে বুড়িচং উপজেলার বাকশিমুল ইউনিয়নের বাকশিমুল পূর্বপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করে বুড়িচং থানা পুলিশের একটি দল।
বিষয়টি নিশ্চিত করেন বুড়িচং থানার উপরিদর্শক মোহাম্মদ রাকিবুল হাসান।
তিনি জানান, খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে পৌছান তিনি। এ সময় রেল লাইনের পাশের একটি পরিত্যক্ত জমি থেকে অর্ধগলিত যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে নিহত যুবকের বয়স ৩০ হতে পারে।
এছাড়া দেহটি দেখে ধারণা করা যাচ্ছে অন্তত এক সপ্তাহ আগে মৃত্যু হয়েছে। শরীরের অনেক অংশই পচে গলে গেছে।
তিনি আরো জানান, পচে যাওয়ার কারণে মরদেহটির পরিচয় সনাক্ত করা যাচ্ছে না, তাই পরিচয় সনাক্তের জন্য পিবিআইকে খবর দেওয়া হয়েছে। পিবিআই ঘটনাস্থলে আসলে বাকি কার্যক্রম করা হবে।
বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক জানান, মরদেহটি উদ্ধারপূর্বক ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে। ময়নাতদন্তে মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে। এ বিষয়ে পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com