কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা

বুড়িচং প্রতিনিধি।।
কুমিল্লার বুড়িচং প্রেসক্লাবের ইফতার মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ এপ্রিল) বিকেলে কুমিল্লা আলেখারচর হোটেল মায়ামিতে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য বীরমুুক্তিযোদ্ধা এডভোকেট আবুল হাশেম খান।

বিশেষ অতিথি ছিলেন বুড়িচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আখলাক হায়দার, জাতীয় বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য ও সোনার বাংলা কলেজের অধ্যক্ষ সেলিম রেজা সৌরভ, সাবেক ভাইস চেয়ারম্যান এডভোকেট রেজাউল করিম, কুমিল্লা দক্ষিন জেলা আওয়ামী লীগের সদস্য আবদুছ ছালাম বেগ, বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন, পীরযাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আবু তাহের, ভারেল্লা দক্ষিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওমর ফারুক, মোকাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব আলী, এটিএন নিউজ ও এটিএন বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি খাইরুল আহসান মানিক, টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন কুমিল্লার সভাপতি হুমায়ূন কবির রনি, কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি ও আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া, মীম হাসপাতালের চেয়ারম্যান খায়রুন্নেছা মুক্তা।

বুড়িচং প্রেসক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক জহিরুল হক বাবু’র সঞ্চালনায় অনুষ্ঠান শুরুতে স্বাগত বক্তব্য রাখেন বুড়িচং প্রেসক্লাবের উপদেষ্টা ও মাই টিভির কুমিল্লা প্রতিনিধি আবু মুসা।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বাংলাভিশন টিভির কুমিল্লা প্রতিনিধি স্যাঈদ মাহমুদ পারভেজ, দৈনিক আমাদের কুমিল্লা’র ব্যবস্থাপনা সম্পাদক শাহাজাদা এমরান, দেশ টিভির কুমিল্লা প্রতিনিধি ও দৈনিক ভোরের সূর্যদয় পত্রিকার সম্পাদক এম ফিরুজ মিয়া, যমুনা টিভির কুমিল্লা ব্যুারো প্রধান খোকন চৌধূরী, দৈনিক ইনকিলাব পত্রিকার কুমিল্লা প্রতিনিধি সাদিক মামুন, স্পাইস টিভির কুমিল্লা ব্যুরো প্রধান খালেদ সাইফুল্লাহ, বাংলা টিভির কুমিল্লা প্রতিনিধি আরিফ মজুমদার, ব্রাহ্মণপাড়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ব্রাহ্মণপাড়া-বুড়িচং সংবাদের সম্পাদক সৈয়দ আহাম্মদ লাভলু, কুমিল্লা ফটো সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন সুমন, নিউজ বাংলা টুয়েন্টিফোরের কুমিল্লা প্রতিনিধি মাহফুজ নান্টু, দূর্নীতির সংবাদের কুমিল্লা প্রতিনিধি রকিবুল ইসলাম রানা, কুমিল্লা প্রেসের প্রকাশক মোহাম্মদ ইসতিয়াক, রাইজিং বিডির জেলা প্রতিনিধি মোহাম্মদ শরীফ।

আরো উপস্থিত ছিলেন, বুড়িচং উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মশিউর খান, ষোলনল ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মানিক মিয়া, যুবলীগ নেতা বিল্লাল হোসেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাছির খাঁন, সহকারী শিক্ষক তাজুল ইসলাম।

অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন বুড়িচং প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক মোঃ মিজানুর রহমান। সবশেষে মোনাজাত পরিচালনা করেন বুড়িচং প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি গাজী জাহাঙ্গীর আলম জাবির।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবুল হাশেম খান এমপি বলেন, বর্তমানে দেশের গণমাধ্যমগুলো সর্বোচ্চ স্বাধীনতা ও সাংবাদিকেরা সর্বাধিক স্বাধীনভাবে কাজ করার সুযাগে পাচ্ছে। আমিও কথা দিচ্ছি, যেকোনো সময় যে কোনো সাংবাদিক যেকোনো প্রয়োজনে আমার কাছে আসলে আমার পক্ষ থেকে তাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করার চেষ্টা করবো।

তিনি বলেন, মাদকের বিরুদ্ধে গণসচেতনতা গড়ে তুলতে সাংবাদিকদের ভূমিকা রাখতে হবে। তাদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন সমাজে ইতিবাচক পরিবর্তন আনবে। আর এজন্য সকল সাংবাদিক সংগঠনগুলােেক সবসময় এক হয়ে কাজ করতে হবে।

এছাড়া অনুষ্ঠানে এছাড়া অনুষ্ঠানে বুড়িচং প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোসলেহ উদ্দিন, সহ- সভাপতি সোহরাব সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ আহমেদ কল্প, সাংগঠনিক সম্পাদক মোঃ জাকির হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আক্কাস আল মাহমুদ হৃদয়, অর্থ সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান, দপ্তর সম্পাদক মারুফ হোসেন, প্রচার সম্পাদক মোঃ শরীফুল ইসলাম সুমন, প্রকাশনা সম্পাদক মোঃ সাফী, তথ্য ও প্রযক্তি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ, সদস্য শাহিনুজ্জামান রাশেদ, সদস্য মোঃ জামাল উদ্দিন দুলাল, সদস্য মুহাম্মদ রকিবুল হাসান, সদস্য নাজমুল সবুজ উপস্থিত ছিলেন।

     আরো দেখুন:

পুরাতন খবর

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  

You cannot copy content of this page