মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একই বিদ্যালয়ের তিন কিশোর নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৩ মে ) ভোরে উপজেলার শিদলাই এলাকা থেকে তারা নিখোঁজ হন। তারা একই বাড়ির বাসিন্দা। এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি লিখিত অভিযোগ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন থানার ডিউটি অফিসার এএসআই নাছির উদ্দিন।
যারা নিখোঁজ হয়েছেন, বাবুল মিয়ার ছেলে আহাম্মদ (১৩), লিটন সরকারের ছেলে নাইমুল ইসলাম (১৪) ও আনোয়ার হোসেন প্রকাশ আবুর ছেলে মোঃ রিফাত সরকার (১৪)। তারা শিদলাই নাজনীন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী।
থানায় দেওয়া অভিযোগ ও পরিবারের সদস্যদের সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোরে তারা মক্তবে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। এরপর আর তারা বাড়ি ফিরে আসেনি। পরিবারের সদস্যরা তাদের মক্তব, স্কুল ও আত্মীয়-স্বজনের বাড়িতে খোঁজ করেও তাদের সন্ধান পায়নি।
হারিয়ে যাওয়ার সময় আহাম্মদের পরনে ছিল কালো রংয়ের গেঞ্জি ও নীল রংয়ের জিন্স এর প্যান্ট। তার গায়ের রং ফর্সা, মুখমণ্ডল গোলাকার, চুলের রং কালো, চোখ কালো বর্ণের। নিখোঁজ নাইমুলের পরনে ছিল ফুলহাতা সাদা রংয়ের চেক শার্ট ও কালো রংয়ের জিন্স এর প্যান্ট। তার গায়ের রং ফর্সা, মুখমন্ডল গোলাকার, চুলের রং কালো, চোখ কালো বর্ণের। নিখোঁজ রিফাতের পরনে ছিল গোলাপী রংয়ের হাফহাতা গেঞ্জি ও স্কুলের কালো রংয়ের প্যান্ট। গায়ের রং শ্যামলা, মুখমন্ডল গোলাকার, কালো রংয়ের চুল, চোখ কালো বর্ণের।
এ ব্যাপারে ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন বলেন, উপজেলার শিদলাই এলাকার তিন কিশোর নিখোঁজ হওয়ার ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ করেছে স্বজনরা। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com