
মোঃ শরিফ খান আকাশ।।
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় আরসি (৮) নামে এক শিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (৮ নভেম্বর) বিকেলে উপজেলার সিদলাই ইউনিয়নের বেড়াখলা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত আরসি ওই গ্রামের মোঃ সোহেলের মেয়ে।
নিহতের দাদী ফাতেমা আক্তার জানান, আরসির বাবা-মা উভয়েই চট্টগ্রামে কর্মরত থাকায় দীর্ঘদিন ধরে নাতনি তাঁর কাছেই থাকত। ঘটনার দিন দুপুরে খাবার খাওয়ানোর পর আরসিকে বসতঘরে ঘুম পাড়িয়ে দেন তিনি। কিছুক্ষণ পর ঘরে প্রবেশ করে দেখতে পান, আরসি অচেতন অবস্থায় বিছানায় পড়ে আছে।
পরে চিৎকার শুনে বাড়ির লোকজন এসে শিশুটিকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আশিক মোহাম্মদ তকি শিশুটিকে মৃত ঘোষণা করেন। চিকিৎসকের ভাষ্যমতে, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই আল আমীন ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেন এবং মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের মর্গে পাঠান।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম বলেন, “ঘটনার খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। প্রাথমিকভাবে গলা, নাক ও মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে।”
স্থানীয়দের মধ্যে শিশুটির মৃত্যু ঘিরে নানা প্রশ্ন উঠেছে। তবে পুলিশ বলছে, তদন্তের মাধ্যমে রহস্য উদ্ঘাটনের চেষ্টা চলছে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com