নেকবর হোসেন।।
কুমিল্লার নানুয়ার দিঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে পবিত্র কোরআন শরিফ রাখার ঘটনায় প্রধান অভিযুক্ত ইকবাল হোসেনকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কক্সবাজারের পুলিশ সুপার মো. হাসানুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি গনমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন, তিনি বলেন ইকবালকে কিছুক্ষণ আগে কক্সবাজার শহর থেকে গ্রেপ্তার করেছে সদর থানা পুলিশ। তাকে কুমিল্লায় পাঠানোর প্রস্তুতি চলছে।
অন্যদিকে কুমিল্লার এসপি ফারুক আহমেদ বলেন, ‘ইকবালকে কক্সবাজার থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে। বিষয়টি বিস্তারিতভাবে যাচাই করা হচ্ছে। তাকে কুমিল্লায় আনার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com