মনির খাঁন, মুরাদনগর উপজেলা প্রতিনিধি।
কুমিল্লার মুরাদনগরে ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে প্রার্থীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে মুরাদনগর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ সভা অনুষ্ঠিত হয়। মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা অভিষেক দাশ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।
এতে বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ, কুমিল্লার আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ দুলাল তালুকদার ও সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোঃ মুঞ্জুরুল আলম।
৬ষ্ঠ ধাপে এ উপজেলায় আগামী ৩১ জানুয়ারি ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। এখানে ২১টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৫৭ জন, সংরক্ষিত নারী ওয়ার্ডে সদস্য পদে ২১৬ জন এবং সাধারণ ওয়ার্ডে সদস্য পদে ৭৯৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।
মোবাইল: +8801740652911
ইমেল: journalistbabo@gmail.com
www.comillanews.com